Ambassador

No ambassador found for this MP

Apply to represent him

View Question 1975 views

Subject : শমসেরনগর রোডস্থ শ্যামেরকোনা গ্রামে লংগুরপুল হইতে বাগেরগড় জামে মসজিদ পর্যন্ত রাস্তা পাকা করন প্রসঙ্গে।

Avatar

Written By : PORETUS DEY

জনাব,

আশা করি ভালো আছেন সুস্থ আছেন। আমি মৌলভীবাজার জেলার সদর উপজেলার ৭নং চাঁদনীঘাট ইউনিয়নের শ্যামেরকোনা গ্রামের বাসিন্দা। মৌলভীবাজার শমসেরনগর রোড থেকে আমাদের গ্রামে প্রবেশের  প্রধান রাস্তাটি লংগুরপুল থেকে বাগেরগড় পর্যন্ত গেছে। যে রাস্তা দিয়ে এলাকার জনসাধারণ ও পাশ্ববর্তী এলাকার লোকজন সহ প্রায় ৫০০০ হাজার মানুষ যাতায়াত করে। এই রাস্তায় হিন্দুদের একটি মন্দির ও মুসলিমদের জন্য একটি মসজিদ রয়েছে। এই রাস্তা দিয়ে স্কুল কলেজ গামী ছাত্র-ছাত্রীরা, চাকুরীজী,  ব্যবসায়ী লোকজন চলাফেরা করে যা এলাকার প্রধান রাস্তা। এই রাস্তাটি বিগত সালে ১০ বছরে কিছু কিছু ইট সলিং হয়েছে যেমন একদিকে সলিং হয়েছে আরেকদিক ভেঙ্গে পড়েছে। বর্তমানে রাস্তার অবস্থা খুবই খারাপ এবং নিম্নমানের যার জন্য এলাবাসির দুভোগের  সীমা নাই। বিগত এমপির কাছে এই রাস্তার জন্য আবেদন করলেও কোনো প্রকার লাভ হয় নাই এবং তিনি জনগনের সেবা করতে ব্যর্থ হয়েছেন।  এলাকাটি বরাবরই অবহেলিত অবস্থায় আছে এবং   আশা করি আপনি অবগত আছেন এই রাস্তা সম্পর্কে  ।  এলাকাবাসীর একটাই দাবি এই রাস্তাটি পাকা করে দেওয়া হয়।

নিবেদক

পরিতোষ দে

গ্রাম- শ্যামেরকোনা, ডাক- মাতারকাপন, উপজেলা ও জেলা- মৌলভীবাজার। 

মোবা- ০১৭২৬৭৪৫৫০৪ 

Whoops, looks like something went wrong.

1/1 ErrorException in Filesystem.php line 111: file_put_contents(/var/www/amarmp.com/public_html/storage/framework/sessions/0a5bbd7306a359c91a5d736c8b86b205960e15f8): failed to open stream: No space left on device

  1. in Filesystem.php line 111
  2. at HandleExceptions->handleError()
  3. at file_put_contents() in Filesystem.php line 111
  4. at Filesystem->put() in FileSessionHandler.php line 83
  5. at FileSessionHandler->write() in Store.php line 262
  6. at Store->save() in StartSession.php line 88
  7. at StartSession->terminate() in Kernel.php line 155
  8. at Kernel->terminate() in index.php line 56