মৌলভী বাজার শহরে গত ২৯ মে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় এমভি এবং বিলাস ডিপার্টমেন্টাল স্টোরে অভিযান পরিচালনার সময় পন্যের দাম নির্ধারিত মূল্যের চেয়ে বেশি রাখায় এই দু’ দোকানকে জরিমানা করা হয়।
তারা জরিমানার টাকা প্রদান না করে উল্টো ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেটকে প্রায় ঘন্টাখানেক আটকে রাখে। পরবর্তীতে মৌলভী বাজার জেলা পুলিশের সহায়তায় তাদের উদ্ধার করা হয়। ভিডিওটি গত ২৯ মে অভিযান চলাকালীন সময়ে আমার এমপি ডট কমের একজন ভলান্টিয়ারের ক্যামেরাবন্দী হয়।
এ সময় মৌলভী বাজার শহরে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। মুহুর্তের মধ্যে শত শত মানুষ জমা হয়ে যায়। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে মৌলভী বাজার জেলা পুলিশ।
এ বিষয়ে মৌলভী বাজার-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব নেছার আহমদের দৃষ্টি আকর্ষন করা যাচ্ছে।