উদ্বোধনের ৮ বছর পরও চালু হয়নি মৌলভী বাজার পৌর বাস টার্মিনাল উদ্বোধনের পর কেটে গেছে আট বছর। তবু এখনো চালু হয়নি মৌলভীবাজার পৌর বাস টার্মিনাল। প্রথমদিকে কিছুদিন ব্যবহৃত হলেও টার্মিনালটি এখন একেবারেই পরিত্যক্ত। এ অবস্থায় দেখভালের অভাবে নষ্ট হচ্ছে অবকাঠামো, ভবনে দেখা দিয়েছে ফাটল। তাছাড়া এটির বদলে শহরের প্রধান সড়কে স্ট্যান্ড গড়ে ওঠায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে যানজট, বাড়ছে ভোগান্তি। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা যায়, এ টার্মিনাল নির্মাণের প্রধান উদ্দেশ্য ছিল মৌলভীবাজার শহরকে যানজটমুক্ত করা। পাশাপাশি শহর এলাকার সড়ক থেকে অবৈধ স্ট্যান্ড সরিয়ে নেয়া। এ লক্ষ্যেই শহর থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের পাশে যুগিডর এলাকায় প্রায় তিন একর জায়গায় ৩ কোটি ৯৮ লাখ ৭৫ হাজার ৫১৯ টাকা ব্যয়ে টার্মিনালটি নির্মাণ করা হয়। এতে যৌথ অর্থায়ন করে নগর পরিচালনা ও উন্নীতকরণ অবকাঠামো প্রকল্প এবং পৌরসভা। নির্মাণকাজ শেষ হওয়ার পর ২০০৯ সালের আগস্টে টার্মিনালটি উদ্বোধন করেন মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র ফয়জুল করিম ময়ূন। কিন্তু পরিবহন মালিকদের অনীহাসহ নানা কারণে বাস টার্মিনাল তখন চালু করা যায়নি। পরে ২০১০ সালে জেলা প্রশাসন পরিবহন মালিকদের সঙ্গে বৈঠক করে টার্মিনাল চালুর উদ্যোগ গ্রহণ করে। এরপর কিছুদিন এখান থেকে ঢাকা-মৌলভীবাজার, সিলেট-হবিগঞ্জ ও কুমিল্লাসহ বিভিন্ন রুটের বাস চলাচল করে। কিন্তু অল্প কয়েকদিনে মধ্যেই বাসগুলো টার্মিনাল ছেড়ে আবারো সড়কের অবৈধ স্ট্যান্ডে সরে আসে। তারপর থেকেই পরিত্যক্ত পড়ে আছে এ টার্মিনালটি।