অপরিষ্কার-অপরিচ্ছন্ন ও দূর্গন্ধময় পরিবেশ যেন গিলে খাচ্ছে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালকে। দেয়ালে দেয়ালে লিখা আছে পানের পিক ফেলা নিষেধ, ধুমপান নিষেধ, পার্কিং নিষেধ কিন্তু এখানে কাউকে এই সকল নিয়ম মানতে দেখা যায় না। হাসপাতালের ওয়ার্ড গুলোর অবস্থাও জরাজীর্ণ। হাসপাতাল ভবনের চতুঃপ্রাঙ্গন ও ড্রেন, বিশেষ করে পেছনের দিকে অবস্থিত মর্গ বা লাশকাটা ঘর আবর্জনার ভাগাড়ে পরিনত হয়েছে। হাসপাতাল ভবনের অভ্যন্তরে রোগী সাধারনের ব্যবহার্য্য বাথরুম গুলো হয়ে আছে ময়লা-আবর্জনার এক একটি মিনি ভাগাড়। টয়লেট গুলোর অবস্থাও খুবই শোচনীয় যা স্বচক্ষে না দেখলে বিশ্বাস করা যায়না। ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি অব্যবস্থাপনার কারনে নিজেই যেন রোগীতে পরিনত হয়েছে।
সেবা নিতে আসা মানুষ এ সকল দূর্ভোগের কথা তুলে ধরে বলেন দ্রুত এই সমস্যার সমাধান চান তারা। এই বিষয়ে মৌলভীবাজার-৩ আসনের মাননীয় এম.পি জনাব নেছার আহমদ এর সৃষ্টি আকর্ষন করা যাচ্ছে।