Mohibul Hasan Chowdhury (মহিবুল হাসান চৌধুরী)
Deputy Minister
Chittagong-9 , Chittagong
Bangladesh Awami League
Ambassador
No ambassador found for this MP
View Question 4310 views
Subject : ৫ বছরের কর্ম পরিকল্পনা
Written By : AmarMP Admin
মাননীয় এমপি মহোদয়
আমারএমপি ডট কমের পক্ষ থেকে শুভেচ্ছা নিন। আপনার কাছ থেকে আমরা আপনার পরবর্তী ৫ বছরের কর্ম-পরিকল্পনা জানতে চাই।
বিনীত,
সুশান্ত দাস গুপ্ত
ফাউন্ডার। আমার এমপি।
Written By : Mohibul Hasan Chowdhury (মহিবুল হাসান চৌধুরী)
ধন্যবাদ আমারএমপি টিমকে।
আমারএমপি টিমের প্রশ্নের উত্তরে আমি বলতে চাই যে, এলাকা ভিত্তিক মেনিফেস্টো’র কোনও বিধান আমাদের দলের সাংগঠনিক অনুশীলনে নেই। আমাদের দলের ইশতেহার আমাদের সকল সংসদ সদস্যের। তবে আমি কিছু নির্দিষ্ট প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেগুলো হচ্ছে, নাগরিক সেবা নিশ্চিতে শহরে সিটি কর্পোরেশন, সিডিএ, ওয়াসা ইত্যাদি সংস্থার মধ্যে কোওর্ডিনেশনে সহযোগিতা করে নাগরিক সেবা নিশ্চিত করা। এর জন্য আমি ইতিমধ্যে স্থানীয় সরকার মন্ত্রীকে চট্টগ্রামে এনে সিটি কর্পোরেশনের মেয়র, সিডিএর চেয়ারম্যান এর মধ্যে বৈঠক করেছি জলাবদ্ধতা প্রকল্প সংক্রান্ত বিষয়ে। আরো এই ধরনের সমন্বয় প্রয়োজন আছে। প্রশাসনিক বিকেন্দ্রীকরণের জন্য আমার আরেকটি প্রতিশ্রুতি ছিলো, এর জন্য কাজ করছি। নারীদের কর্ম সম্পৃক্ততা সৃষ্টি ও সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য কাজ করার কথাও বলেছি। তবে সুনির্দিষ্ট না বলে আমি বলবো আমরা প্রয়োজন ভিত্তিক এবং অগ্রাধিকার ভিত্তিক কাজই সাধারণত আমাদের সংসদীয় এলাকায় করে থাকি।
সবাই ভালো থাকুন।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু।