চট্রগ্রামের চকবাজার থানার অন্তর্ভুক্ত চকবাজারের কাঁচা বাজারের পাশে চাকতাই খালের উপর ময়লার ভাগাড় বানানো হয়েছে !ময়ালা আবর্জনা জমে থাকার কারনে জলাবদ্ধতার সৃস্টি হয়েছে ।চাকতাই খালের উপর নির্মিত ধুনির ব্রিজ(পুল) এর উপর দিয়ে হাজার মানুষ যাতায়াত করে প্রতিনয়ত ! সবাই এই দূর্গন্ধযুক্ত পরিবেশে চলাফেরা করলেও কেউ এই বিষয়ে কোনো কথাই বলছে না । সবাই যেন নীরবে মেনেই নিয়েছেন এমন অবস্থা !
শুধু খাল নয় ব্রীজের সামনের মোড়েও ময়লার স্তুপের পাশ দিয়েই যাতায়াত করছে এলাকাবাসী সহ পথচারীরা !
এইভাবে ময়লা আবর্জনা ফেলার ফলে একদিকে খালের পানি আবদ্ধ হয়ে আছে এবং সামান্য বৃস্টি হলেই খালের ময়লায় ভরে যায় চারিপাশ অন্যদিকে রাস্তার উপর ব্রীজের মোড়েই ময়লা আবর্জনার স্তুপ ! এই পরিস্থিতে ঐএলাকার জনগনের দুর্ভোগের সীমা নেই !