Ambassador

No ambassador found for this MP

Apply to represent him

View Question 1838 views

Subject : অযত্নে অবহেলায় অচল চট্টগ্রাম নিউমার্কেটের ফুটওভার ব্রীজ

Avatar

Written By : AmarMP Admin

মাননীয় এমপি

শুভেচ্ছা নিবেন।

চট্টগ্রামের  গুরুত্বপূর্ন এলাকা নিউ মাকের্ট। সবসময় বিড় লেগেই থাকে নিউমার্কেটের এই রাস্তায়। অথচ নিউমার্কেটের ফুটওভারটির বেহলা দশার কারনে জনসাধারনকে জীবনের ঝুকি নিয়ে রাস্তা পাড়াপাড় হতে হচ্ছে। ফুটওভার ব্রীজটির সিড়িতে পড়ে থাকে দেয়া যাচ্ছে নানা ধরনের মালামাল ও শুকনো বাঁশ। ফুটওভার ব্রীজের বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে ময়লা আবর্জনা। ফুটওভার ব্রীজ ঘেষে ঝুলে রয়েছে বিপদজনক বৈদ্যুতিক তার। এমনকি ফুটওভার ব্রীজে উঠার রাস্তা বন্ধ করে অবৈধভাবে গড়ে উঠছে নানারকম ব্যবসা। নিউমার্কেট এলাকার এই রাস্তা পাড়াপাড় হতে গিয়ে প্রায় সময়ই সড়ক দূর্ঘটনার কথা শুনা যায়। ফুটওভার ব্রীজটিকে জনসাধারনের চলাচলের উপযোগী না করলে দিন দিন দূর্ঘটনার হার বাড়তেই থাকবে।
 
ভিডিওটি বিগত ১২ জুন বিকাল ৬ ঘটিকার সময় আমার এমপির একজন ভলান্টিয়ার এর ক্যামেরায় ধারন করা হয়।
 
এ বিষয়ে চট্টগ্রাম-৯ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মহিবুল হাসান চৌধুরী এর দৃষ্টি আকর্ষন করছি। 
 
বিনীত
আমারএমপি