চট্টগ্রামের কোতয়ালী থানার কোতয়ালী মোড় । অত্যন্ত ব্যস্ত এই মোড়ে ডিউটিরত ট্রাফিক পুলিশ। ভিডিওতে দেখা যাচ্ছে ডিউটিরত ট্রাফিক পুলিশ প্রকাশ্যে গাড়ী থেকে চাঁদা আদায় করছে। কোতয়ালী মোড়ের এই সড়কটি অত্যন্ত ব্যস্ত একটি সড়ক। এই ব্যস্ত সড়কে রাস্তার মাঝখানে গাড়ি দাড় করিয়ে ট্রাফিক পুলিশের চাঁদা আদায় করার ফলে সৃষ্টি হয় যানজট। এ রোডে যাতায়াত করা যাত্রীদের মুখে শোনা যায় লাইসেন্স এবং ফিটনেসবিহীন টেম্পু, লেগুনা গাড়িকে নির্দিষ্ট মাসোয়ারার বিনিময়ে ছোট ছোট ছেলেদেরকে চালাতে অনুমতি দিয়ে থাকে এই কোতয়ালী মোড়ের ট্রাফিক পুলিশ । অভিযোগ রয়েছে এই রোড ব্যবহার করে ট্রাক ও মাল গাড়ি চলাচল করলে তাদের থেকেও নির্দিষ্ট অংকের টাকা নিয়ে থাকে অত্র কোতয়ালী থানার অন্তর্গত কোতয়ালী মোড়ের ট্রাফিক পুলিশ।
ভিডিওটি বিগত ১ জুন ২০১৯ ইং তারিখ সন্ধ্যা ৮ ঘটিকায় চট্টগ্রামের কোতয়ালী মোড় থেকে আমার এমপির একজন ভলান্টিয়ার এর ক্যামেরায় ধারন করা হয়। এ বিষয়ে চট্টগ্রাম ৯ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মহিবুল হাসান চৌধুরী এর দৃষ্টি আকর্ষন করছি।