সামান্য বৃষ্টিতেই চট্টগ্রামের বিভিন্ন এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। ব্যাহত হয় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। এধরণের সমস্যা থাকার পরেও চট্টগ্রামের আসকার দীঘির কাঁচা বাজারের পাশেই ড্রেনের উপর অবৈধ স্থাপনা বানিয়ে চলছে পুরোনো আসবাবপত্রের ব্যবসা। এমনকি সরাসরি ড্রেনের উপর রেখে দেয়া হচ্ছে বিভিন্ন কাঠের আসবাবপত্র। যার ফলে বিঘ্ন ঘটছে স্বাভাবিক পানি যাতায়াতে। পানি নিষ্কাশন ব্যবস্থার উপর অবৈধ ভাবে স্থাপনা তৈরী করার ফলে বর্ষামৌসুমে দেখা যায় বাড়তি জলাবদ্ধতা। স্থানীয় এলাকাবাসীদের মতে, দ্রুত কোন ব্যবস্থা নেয়া না হলে ভরা বর্ষার সময় তাদেরকে পোহাতে হবে অতিরিক্ত দুর্ভোগ। এই ভিডিওটি আমার এমপির একজন ভলান্টিয়ার গত ২৫শে জুন ২০১৯ তারিখে দুপুর ২টার দিকে আকসার দীঘি কাঁচা বাজারের কাছে তার ক্যামেরায় ধারণ করেন। এ বিষয়ে চট্টগ্রাম-৯ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মহিবুল হাসান চৌধুরী এর দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।