কক্সবাজার চকরিয়া উপজেলার পাবলিক লাইব্রেরীটি বছরের পর বছর এভাবে তালাবদ্ধ হয়ে থাকে। যার ফলে মানুষের পরিবর্তে লাইব্রেরীতে পোকামাকড় দেখা যায়।চকরিয়া উপজেলায় ৩টি কলেজ, ২টি সরকারি স্কুল ছাড়াও অনেকগুলো অর্ধসরকারি স্কুল রয়েছে। যদি লাইব্রেরীটি সচল হত, সেটি হয়ে উঠত উপজেলার অগণিত শিক্ষার্থীর জ্ঞান আহরণের মুক্ত মঞ্চ।সরকারী টাকায় নতুন ভবন করার পরও এবং উপজেলা নির্বাহী অফিসার এর বাসভবনের ঠিক সামনে হওয়া সত্ত্বেও লাইব্রেরীটি অবহেলিত অবস্থায় পড়ে আছে । তাই লাইব্রেরীটিকে সচল করে তোলা এখন সময়ের দাবি বলে মনে করে স্থানীয় সাধারন জনগন ।
ভিডিও টি ধারণ করা হয়েছে গত ১১ জুন ২০১৯ বিকাল ৫ টায় আমার এমপি এর একজন ভলান্টিয়ার এর ক্যামেরায় ।
এ বিষয়ে কক্সবাজার ১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব জাফর আলম এর দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে ।