View Question 2075 views

Subject : রাস্তায় ধান/গম শুকাতে দেওয়া

Avatar

Written By : rifat ahamed

আমার মৃত্যুতে যদি আইনটি কার্যকর হয় তবে #আমার_মৃত্যুই_চাই।।

অল্প কয়েকদিন আগে বিষয়টি নিয়ে লিখেছিলাম আজ আবার লিখতে বাধ্য হলাম।

জরুরী কাজে সেতাবগঞ্জ থেকে পীরগঞ্জে ফিরছিলাম।
বাশগাড়া বাসস্টপ থেকে কয়েকগজ পুর্বেই ঘটনাটি ঘটলো।
এক দম্পতি বাচ্চাসহ মোটরসাইকেলে যাচ্ছিলেন।
হঠাৎ রাস্তায় শুকাতে দেয়া গমের উপরে পিছলে পড়ে যান তারা।

বাচ্চা আর তার মায়ের সেকি কান্না।
ভাগ্যিস,কিছু ছিলে,টিলে যায়নি।

,এই রকম রানীশংকৈল-ঠাকুরগাঁও হাইওয়ে রোড এ ও দেখা যায়..।

কয়েকটি প্রশ্ন বারবার কাউকে বলতে ইচ্ছে করছিল।

* * যারা গম বা এ জাতীয় কিছু শুকাচ্ছে তাদের মনে কি কোন প্রশ্নই উকি দিচ্ছে না??
তাদের কেউ কি এসবে সৃষ্ট দুর্ঘটনায় পড়তে পারে না??

** এলাকার সচেতন কোন ব্যক্তি কি এগুলো করতে দেয়া থেকে বিরত রাখতে পারছে না??

**স্থানীয় নির্বাচিত ব্যক্তিরা বসে বসে কি করছে?
তাদের নূন্যতম কার্যক্রমই তো বড় ধরনের দুর্ঘটনা থেকে মুক্ত হতে পারি।

**অথবা প্রশাসনিক বাহিনীর নজরে কি এসব বিষয় আসছে না??

**আর কতকালই বা আমরা এমন বিবেকহীন জাতি হিসেবে নিজেদের পরিচয় বহন করবো??

চাইলে সেইসব #জীবনখেকোরা আমার জীবনটা নিয়ে যাক তবুও হাজার হাজার পরিবার যেন মৃত,অর্ধমৃত হবার হাত থেকে বেঁচে ঘরে ফেরে।