View Question 2310 views

Subject : বিদ্যুৎ প্রসঙ্গে আবেদন,শ্রদ্ধেয় এমপি মহদয় জনার ইয়াশিন স্যার

Avatar

Written By : উত্তম কুমার

জনাব সবিনয় নিবেদন এই যে আমি নেকমরদ ইউনিয়নেরর ৩নং ওয়ার্ড এর ভিতর পারকুন্ডার(গুয়াবাড়ী) একজন বাসিন্দা এই গ্রামে বর্তমানে ৪০+ অধিক পরিবার বসবাস করছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই যে আমরা এখনো বিদ্যুৎ সেবা থেকে পুরোপুরি বিছিন্ন।আমাদের অর্ধ কিলোমিটার দুরের পার্শবরর্তী গ্রামগুলো বিদ্যুৎ এর সেবায় আওয়াতাভুক্ত।বর্তমান সরকারের গৃহীত পরিকল্পনার একটি হলো ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেওয়া।জনারে কাছে সবিনয় নিবেদন এইযে উনি যেন নিজ উদোগে আমাদের গ্রামের অন্ধকার দুর করে ঘরে ঘরে বিদ্যুৎ লাইন পৌছে দেয়।বিদ্যুৎ বিহীন অবস্থায় আমরা ৪০+পরিবার পিছিয়ে পড়ছি বর্তমান যুগের সবকিছু থেকে।

আমাদের গ্রামে বিদ্যুৎ পৌছে দিয়ে আমাদের গ্রামের মানুষগুলোকে মুলধারায় নিয়ে আসার জন্য অকুল আবেদন করছি।