View Question 2299 views

Subject : ভাবকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব দেওয়া প্রসঙ্গে।

Avatar

Written By : MD. FERAJUL ISLAM

জনাব,

বিনীত নিবেদন এই যে, আমরা ভাবকী, ডাকঘরঃ সিঙ্গুল, উপজেলাঃ বিরল, জেলাঃ দিনাজপুর এর স্থায়ী শিক্ষিতজন ও ছাত্র-ছাত্রী। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রতাশা ও শেখ বিজয় ওয়াহেদ জয় এর নেতৃত্বে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ গড়ার এক অবিরাম প্রচেষ্ঠা চলতেছে। এমতাবস্থায় আমাদের এলাকায় এখনো কম্পিউটার, ইন্টারনেট ও ডিজিটাল সম্পর্কে তেমন একটা ছোঁয়া পায় নাই এবং বিরল উপজেলার ১নং আজিমপুর ইউনিয়ের দরিদ্র ও বেকারত্বর সংখ্যা অনেক বেশি। তাই কারো পক্ষে দিনাজপুর শহরে এসে ভাল কোন প্রশিক্ষণ নিয়ে ডিজিটাল বাংলাদেশ বা কম্পিউার বিষয়ে কাজ শিখে বেকারত্ব দুরীকরণের আস্থা খুজে বের করবে সেটা তাদের পক্ষে সম্ভব না। তাই ডিজিটাল বাংলাদেশ গড়ার, তরুণ মেধাবী শিক্ষার্থীদের মাঝে তাদের জ্ঞানের প্রখরতা বৃদ্ধি ও বেকারত্ব মুক্ত করার জন্য শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব দেওয়ার জন্য আকুল আবেদন করছি।

অতএব, বিধায় প্রার্থনা এই যে, উপরোক্ত বিষয় বিবেচনা করে শেখ রাসেল আহম্মেদ ডিজিটাল কম্পিউটার ল্যাব দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জনাবের একান্ত মর্জি হয়।

 

নিবেদক

মোঃ ফিরাজুল ইসলাম

গ্রামঃ ভাবকী

বিরল, দিনাজপুর।

মোবাইল নং- ০১৭৫০২৮৯৯৮২