View Question 1788 views

Subject : দিনাজপুরে রেডক্রিসেন্ট চিকিৎসা কার্যক্রম বন্ধ করে ভাড়ায় দিয়েছে স্কুল

Avatar

Written By : AmarMP Admin

মাননীয় এমপি

শুভেচ্ছা নিবেন।

"বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি"-এটি একটি আন্তর্জাতিক দাতা সংস্থা দ্বারা পরিচালিত চিকিৎসা ও স্বাস্থ্য সেবা মূলক প্রতিষ্ঠান হলেও এটির দিনাজপুর ইউনিটের চিত্র একটু ভিন্ন l এই ইউনিটের চলমান হাসপাতালটির সকল কার্যক্রম বন্ধ করে দিয়ে সম্পূর্ণ ভবনটি একটি বিদ্যালয় কে ভাড়া দেওয়া হয়েছে l যার ফলে বেশীরভাগ জনগোষ্ঠীকে জরুরী সেবা নিতে যেতে হচ্ছে অনেক দূরে অবস্থিত সরকারি হাসপাতালে l অনেক সময় সরকারি হাসপাতালে নিতে নিতেই ঘটে যাচ্ছে রোগীর প্রাণহানি l দীর্ঘদিন ধরে হাসপাতালের সকল কার্যক্রম বন্ধ থাকায় হাসপাতালের ব্যবহৃত সকল মেশিনারিজ ও যন্ত্রপাতি নষ্ট হয়ে যাচ্ছে l ভিডিও টি আমার এম পির একজন ভলান্টিয়ার গত ৩০ মে ২০১৯ সকাল ৭ টায় ধারণ করেন।

এ বিষয়ে দিনাজপুর ৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ইকবালুর রহিম এর দৃষ্টি আকর্ষণ করছি।

বিনীত

আমারএমপি