View Question 2328 views

Subject : খানসামা উপজেলার জয়ন্তীয়া ব্রীজ প্রসঙ্গে।

Avatar

Written By : Md. Shariful Islam

জনাব,
আবুল হাসান মাহমুদ আলী এম,পি।

আমি আপনার নির্বাচনী এলাকা খানসামা উপজেলার একজন বাসিন্দা।
মাননীয় এমপি মহোদয়ের কাছে আমারএমপি'র মাধ্যমে জানতে চাই,পাকেরহাট হয়ে চেহেলগাজী জয়ন্তীয়া ঘাট দিয়ে বীরগঞ্জ উপজেলার সাথে সরাসরি যোগাযোগব্যবস্থার মাধ্যম হিসেবে আত্রাই নদীটি পড়ে।
জয়ন্তীয়া ঘাটে একটি ব্রীজ হলে এই এলাকার হাজার হাজার মানুষ উপক্রিত হবেন।
আমারএমপির মাধ্যমে মাননীয় এমপি মহোদয়ের কাছে জানতে চাই, জয়ন্তীয়া ঘাটে কি ব্রীজ হবে আর হলেও কবে নাগাত হবে ??

এলাকাবাসীর পক্ষে,মোঃ শরিফুল ইসলাম,খানসামা,পাকেরহাট থেকে।