View Question 1956 views

Subject : কোড নং-১২৭৬০৪০৫২ রাস্তাটি পাকাকরন প্রসঙ্গে।

Avatar

Written By : Md. Shafiar Rahman

মাননীয় এমপি, দিনাজপুর-৪।

বিনীত নিবেদন এই যে, ২০০৮ সালের নির্বাচনী প্রচারনার সময় আপনি কোড নং- ১২৭৬০৪০৫২ রাস্তাটি পাকা করার জন্য প্রতিস্রুতি দিয়েছিলেন। কিন্তু ১০ বছর পরও রাস্তাটি আজও পাঁকা হয়নি। আপনার আমলে অন্যান্য এলাকায় অভূতপূর্ব উন্নয়ন সাধিত হলেও ৫নং ভাবকি ইউনিয়নের কুমড়িয়া বাজার হতে ভাবকি স্কুল পর্যন্ত বাস্তাটি আজও কাঁচা রয়ে গেছে। এই রাস্তা দিয়ে কুমড়িয়া, মারগাঁও ও ভাবকি গ্রামের লোকজন দিনাজপুর যাতায়াত করে থাকে। রাস্তাটি কাঁচা হওয়ায় এই এলাকার কৃষকরা তাদের কৃষি পন্যের ন্যায্য মুল্যও পায়না। তাই রাস্তাটি পাকাকরনের ব্যাবস্থা করে আমাদেরকে আপনার উন্নয়নের মহাসড়কে যুক্ত করবেন আসা করি।

এই প্রত্যাশায়

এলাকাবাসীর পক্ষে

মোঃ শাফীয়ার রহমান