Ambassador
No ambassador found for this MP
View Question 2706 views
Subject : রাস্তা সংস্করণ প্রসঙ্গে
Written By : rahim
স্যার, আপনাকে প্রথমেই ডোমার- ডিমলার বাসীর পক্ষ্য থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই আমাদের এমপি নির্বাচিত হওয়ার জন্য। আপনি জানেন যে ডিমলার এলাকার কয়েক কিলোমিটার রাস্তা এখনো কাঁচা। তার মধ্যে সুন্দর খাতা অন্যতম। বর্ষাকালে জনগন ও স্কুল কলেজগামী শিক্ষার্থীদের ব্যাপক দূর্দশায় পড়তে হয়। আমার প্রশ্ন আপনি এই এলাকার রাস্তাগুলো পাকা করণে কোন পদক্ষেপ অপেক্ষামান বা চলমান আছে কি না, দোয়া করে যানাবেন?
ধন্যবাদ আপনাকে।
Written By : Md. Aftab Uddin Sarker -মোঃ আফতাব উদ্দিন সরকার
আমার এমপি ডট কমের মাধ্যমে করা এক নাগরিকের প্রশ্নের উত্তর দিলেন নীলফামারী ১ আসনের সংসদ সদস্য মোঃ আফতাব উদ্দিন সরকার। রাস্তা সংস্করণ প্রসঙ্গে প্রসঙ্গে প্রশ্নটি করেন রহিম। এক ভিডিও বার্তার মাধ্যমে এমপি আফতাব উদ্দিন এর উত্তর দেন।
এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার এমপি ডট কমের এম্বাসেডর মোঃ রাকিবুল ইসলাম।