Ambassador
No ambassador found for this MP
View Question 3418 views
Subject : তিস্তার বাধ ভাঙ্গন রোধে পদক্ষেপ
Written By : MD. Ripon Islam
মননীয় সংসদ সদস্য আপনার নির্বাচনী এলাকার ডিমলা থানার তিস্তা পারের মানুষ খুবই অসহায়। তারা বন্যার সময় বন্যায় কবলিত হয় এবং খরাড় সময় পানি না পাওয়ার কারনে তারা নানা ভাবে ভোগান্তির শিকার হচ্ছে । কিন্তু এখন বড় সমস্যা হচ্ছে, নদী ভাঙ্গন কমছে না। খড়া এবং বন্যায় এই দুই সময়েই নদীর পারের যে ক্ষেত ক্ষামার আছে, সেগুলো প্রতিনিয়ত ভাঙ্গছে। এতে করে তিস্তার পারের অনেক মানুষ ভিটে ছাড়া হয়ে যাচ্ছে। অসহায় মানুষ গুলোর শুধু মাথায় হাত দিয়ে দেখতে হয় তাদের এই ক্ষেত্রের ভাঙ্গন। তাড়া শুধু আপনার দিকে তাকিয়ে আছে।
তিস্তার বাধ ভাঙ্গন রোধ প্রকল্পে আপনার কি কি পদক্ষেপ চলমান আছে বা অপেক্ষামান আছে কি না ?
Written By : Md. Aftab Uddin Sarker -মোঃ আফতাব উদ্দিন সরকার
তিস্তার বাধ ভাঙ্গন রোধে পদক্ষেপ প্রসঙ্গে আমার এমপি ডট কমের মাধ্যমে এক নাগরিকের করা প্রশ্নের উত্তর দিলেন নীলফামারী ১ আসনের সংসদ সদস্য মোঃ আফতাব উদ্দিন সরকার। প্রশ্নটি করেন মোঃ রিপন ইসলাম। এক ভিডিও বার্তার মাধ্যমে এমপি আফতাব উদ্দিন এর জবাব দেন। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার এমপি ডট কমের এম্বাসেডর মোঃ রাকিবুল ইসলাম।