Ambassador

No ambassador found for this MP

Apply to represent him

View Question 3658 views

Subject : ছিটমহল বাসী মানুষদের জীবন যাত্রার মান উন্নয়ন ও ভোটাধিকার প্রয়োগ

Avatar

Written By : MD. Ripon Islam

মাননীয় সংসদ সদস্য নীলফামারী জেলার ডিমলা থানায় দুটি ছিট মহল রয়েছে। যাদের অনেকে ভারত থেকে এসেছে আবার কিছু কিছু মানুষ রয়েছে যে তাদের কেউ কেই বাংলাদেশে আবার কেউ ইন্ডিয়াতে চলে গেছে অর্থের সন্ধানে । অাপনি অবশ্যই জানেন যে ছিটমহল পরিবর্তনের পর সেসব জায়গার মানুষ ভোটাধিকারের কোনো সুযোগ পাচ্ছে না, তাই ধারনা জন্মেছে যে সেসব ছিটমহল বাসীর জীবন যাত্রার মান খুবেই কষ্টকর।  মাঝে মাঝে বিভিন্ন সংবাদ সম্মেলনে তাদের দু:খ কষ্টের কথা তুলে ধরা হয়েছে।

জনাব  সাধারন মানুষ জানতে চায় এসব ছিটমহল বাসীর জীবন যাত্রার মান উন্নয়ন ও ভোটাধিকার প্রয়োগে ইতিমধ্যে  কি কি পদক্ষেপ  গ্রহন করেছেন বা  করবেন?

Avatar

Written By : Md. Aftab Uddin Sarker -মোঃ আফতাব উদ্দিন সরকার

Public

আমার এমপি ডট কমের মাধ্যমে করা এক নাগরিকের প্রশ্নের উত্তর দিলেন নীলফামারী ১ আসনের সংসদ সদস্য মোঃ  আফতাব উদ্দিন সরকার।  ছিটমহল বাসী মানুষদের জীবন যাত্রার মান উন্নয়ন ও ভোটাধিকার প্রয়োগ সংক্রান্ত প্রশ্নটি করেন মোঃ রিপন ইসলাম। এক ভিডিও বার্তার মাধ্যমে এমপি  আফতাব উদ্দিন এর উত্তর দেন। 
 
এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন  আমার এমপি ডট কমের এম্বাসেডর মোঃ রাকিবুল ইসলাম।