Ambassador
No ambassador found for this MP
View Question 3106 views
Subject : জগন্নাথ বিশ্ববিদ্যালয়স্থ ডিমলার শিক্ষার্থীদের সাহায্যার্থে আবেদন।
Written By : Md: Najmul Hashan
জনাব যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক
এইযে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ডিমলার গর্বিত সন্তান |
আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা একনিষ্ঠ ভাবে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মুজিবীয় কর্মী | আমরা আপনার হাতকে দৃঢ় করার জন্য বদ্ধ পরিকর |
ঢাকায় আমরা একটি পাঠকক্ষ ও মিলন কেন্দ্র স্থাপনের নিমিত্তে একটি কক্ষ ভাড়া নেয়ার উদ্যোগ নেয়া হয়েছে | সেখানে মুজিবীয় আদর্শের বই থাকা আবশ্যক এবং পড়ার আসবাবপত্র প্রয়োজন |
অতএব মুজিবীয় কর্মীদের প্রত্যাশা পূরন ও আপনার হাতকে আরো শক্তিশালী করতে আপনার সনির্বন্ধ দৃষ্ট কামনা করছি |
নিবেদক
সভাপতি
নীলফামারী জেলা
কল্যাণ ছাত্র সংসদ।
Written By : Md. Aftab Uddin Sarker -মোঃ আফতাব উদ্দিন সরকার
আমার এমপি ডট কমের মাধ্যমে নীলফামারী ১ আসনের সংসদ সদস্য মোঃ আফতাব উদ্দিন সরকারের কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়স্থ ডিমলার শিক্ষার্থীদের সাহায্যার্থের আবেদন জানিয়েছেন এক নাগরিক। আবেদনটি করেন মোঃ নাজমুল হাসান। এক ভিডিও বার্তার মাধ্যমে এমপি আফতাব উদ্দিন এর জবাব দেন। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার এমপি ডট কমের এম্বাসেডর মোঃ রাকিবুল ইসলাম।