Ambassador

No ambassador found for this MP

Apply to represent him

View Question 3282 views

Subject : বন্যা পূর্বপ্রস্তুতি ও বন্যা পরবর্তী দুর্যোগ মোকাবিলা সম্পর্কে আপনার মতামত জানতে চাই।

Avatar

Written By : mosfiqur alam

বরাবর

 এম.পি মহোদয়

১২নীলফামারী -০১

বন্যা পূর্বপ্রস্তুতি ও বন্যা পরবর্তী দুর্যোগ মোকাবিলা সম্পর্কে আপনার মতামত জানতে চাই। যে সকল পরিবার বন্যা কবলিত হবে তাদের টিন দিয়ে ঘর তৈরি করে দেয়ার কথা আপনি বলেছিলেন।সেই সাথে পর্যাপ্ত ত্রান সামগ্রীও দেয়া হবে বলেছিলেন কিন্তু তার কিছুই করে দেওয়া হয় নি। আমি এই বিষয়ে আপনির আপনার সুস্পষ্ট মতামত জানতে চাই।

নিবেদক

 

মোঃ মোশফিকুর আলম।

হিসাব বিজ্ঞান বিভাগ।

৩য় বর্ষ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

Avatar

Written By : Md. Aftab Uddin Sarker -মোঃ আফতাব উদ্দিন সরকার

Public

আমার এমপি ডট কমের মাধ্যমে নীলফামারী ১ আসনের সংসদ সদস্য মোঃ আফতাব উদ্দিন সরকারের কাছে বন্যা পূর্বপ্রস্তুতি ও বন্যা পরবর্তী দুর্যোগ মোকাবিলা সম্পর্কে জানতে চেয়ে একটি প্রশ্ন করেন মুশফিকুর আলম। এক ভিডিও বার্তার মাধ্যমে এমপি আফতাব উদ্দিন এর জবাব দেন।
এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার এমপি ডট কমের এম্বাসেডর মোঃ রাকিবুল ইসলাম।