Ambassador
No ambassador found for this MP
View Question 3303 views
Subject : প্রশ্ন : নীলফামারী (ডোমার-ডিমলা)উপজেলার পাবলিক পরিক্ষার প্রশ্নপত্র ফাস রোধে আপনার গ্রহণীত পদক্ষেপ প্রসঙ্গে।
Written By : mosfiqur alam
মাননীয় সাংসদ,
১২নীলফামারী -০১
আফতাব উদ্দিন সরকার এম.পি
জনাব,
সালাম নিবেন, আপনাকে ধন্যবাদ আমার এমপি ডট কম সাইটের মাধ্যমে আপনার কাছে আমাদের জিজ্ঞাসাগুলি জানানোর জন্য । সকলের মত আমার একটি প্রশ্ন ছিল , বর্তমান সময়ে প্রশ্ন ফাঁস একটি জাতীয় সমস্যায় পরিণত হয়েছে । প্রতি বছর অনেক পরিকল্পনা গ্রহন করা হলেও দেখা যাচ্ছে এটি রোধ করা সম্ভব হচ্ছে না । বর্তমানে প্রযুক্তির কল্যাণে ফাঁস হওয়া প্রশ্ন দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়ছে । কিন্তু একটি জাতির জন্য খুবই ভয়াবহ ফল ডেকে আনতে পারে । আবার দেখা যায় অনেক সময় পরিক্ষার হলে অনেক শিক্ষক পরিক্ষার দিন আগেই প্রশ্ন গোপনে জানিয়ে দেয় অথবা নকলে সহযোগিতা করে ।
আমার প্রশ্ন আমাদের নীলফামারী জেলায় এই অসাধুপায় রোধে আপনি কি কি উদ্যোগ নিয়েছেন বা নিবেন ? আপনাকে অগ্রিম ধন্যবাদ ।
Begum Rokeya University,Rangpur
Written By : Md. Aftab Uddin Sarker -মোঃ আফতাব উদ্দিন সরকার
আমার এমপি ডট কমের মাধ্যমে নীলফামারী ১ আসনের সংসদ সদস্য মোঃ আফতাব উদ্দিন সরকারের কাছে ডোমার-ডিমলা উপজেলার পাবলিক পরিক্ষার প্রশ্নপত্র ফাস রোধে গৃহীত পদক্ষেপ সম্পর্কে জানতে চেয়ে একটি প্রশ্ন করেন মুশফিকুর আলম। এক ভিডিও বার্তার মাধ্যমে এমপি আফতাব উদ্দিন এর জবাব দেন। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার এমপি ডট কমের এম্বাসেডর মোঃ রাকিবুল ইসলাম।