Ambassador
No ambassador found for this MP
View Question 3467 views
Subject : প্রাইভেটই যদি পড়াব তবে স্কুল কেন?
Written By : Md.Rakibul Islam
বরাবর
এম.পি মহোদয়
১২নীলফামারী -০১
জনাব,
আমি ডিমলা আর বি আর সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণীর নিয়মিত ছাত্র।বাবা একজন ভ্যানগাড়ি চালক। প্রতিষ্ঠানের ভেতরেই সিলেবাস শেষ করে পরীক্ষাসহ জীবনের জন্য জরুরি সব দক্ষতা ও জ্ঞান দিয়ে শিক্ষার্থীদের তৈরি করার কথা স্কুল-কলেজগুলোর। বাস্তবে এর ছিঁটে-ফোঁটাও নেই ডিমলা আর বি আর সরকারি উচ্চ বিদ্যালয়ে । রাজধানী থেকে শুরু করে গ্রাম- সবখানেই একই পরিস্থিতি। শিক্ষার্থীদের সামনে বিকল্প তাই প্রাইভেট টিচার আর কোচিং। এতে অভিভাবকদের খরচ করতে হচ্ছে মোটা অঙ্কের বাড়তি অর্থ। প্রশ্ন উঠছে, প্রাইভেটই যদি পড়তে হবে, তবে স্কুল কেন?
জনাব, আমার প্রশ্নের উওর দিলে বার্ধিত থাকিব।
নিবেদক,
আর বি আর সরকারি উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্র/ছাত্রী।
Written By : Md. Aftab Uddin Sarker -মোঃ আফতাব উদ্দিন সরকার
'প্রাইভেটই যদি পড়তে হয় তবে স্কুল কেন?’, আমার এমপি ডট কমের মাধ্যমে নীলফামারী ১ আসনের সংসদ সদস্য মোঃ আফতাব উদ্দিন সরকারের কাছে আর বি আর সরকারি উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্র/ছাত্রীর পক্ষে এমনই একটি প্রশ্ন করেছেন ঐ স্কুলের দশম শ্রেণীর এক ছাত্র। ভিডিও বার্তার মাধ্যমে এমপি আফতাব উদ্দিন এর জবাব দেন। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার এমপি ডট কমের এম্বাসেডর মোঃ রাকিবুল ইসলাম।