Ambassador

No ambassador found for this MP

Apply to represent him

View Question 14927 views

Subject : বিষয়: মন্দির সংস্করণ এর জন্য সাহায্যের জন্য বিশেষ আবেদন।

Avatar

Written By : raju


এম.পি মহোদয়
বিষয়: মন্দির সংস্করণ এর জন্য সাহায্যের জন্য বিশেষ আবেদন।
জনাব,
(এম পি মহোদয়ের নিকট সদয় দৃষ্টি কামনা করছি) আমরা নীলফামারী জেলাধীন ডোমার উপজেলা ১০নং হরিনচড়া ইউনিয়নের আটিয়াবাড়ী ০৪নং ওয়ার্ডের কোটপাড়া বাসী। অবহেলিত এই গ্রামের প্রতি যদি আপনার দৃষ্টি একবার পড়তো তাহলে আমাদের আর এতো দুর্ভোগ ভোগতে হতো না। এখানে প্রায় ২০০জন হিন্দু পরিবার বসবাস করে কিন্তু বেশিরভাগ পরিবার গুলো হতদরিদ্র মাঝে জীবনযাপন করে। কিন্তু শত দরিদ্রতার মাঝেও তো আমাদের ধর্মীয় অনুষ্ঠান গুলো পালন করতে হয়। আটিয়াবড়ী ময়নামতি কোটপাড়া " শ্বশ্নানকালী মন্দিরে প্রতি বছরেই আমরা "মা কালীর" পুজা অর্চনা করি। কিন্তু দুর্ভাগ্য একটাই যে, প্রতি বছর পুজার আগে মন্দির ঘরটি খড়ের বেড়া ও টিন দ্বারা নির্মান করিতে হয়। কারন প্রাকৃতিক দুর্যোগে ঘরটির চাল বেড়া ভেঙ্গে ছিন্নবিছিন্ন করে দেয়। বিগত কয়েকবার এই বিষয়ে পুর্ণ সংস্কারের জন্য আপনার নিকট আবেদন করেছিলাম কিন্তু কোন ফলাফল পাওয়া যায়নি। দরিদ্রতার কারনে কালীমন্দির ঘরটি এভাবে এলোমেলো বিছিন্ন পরিবেশ অবস্থায় পরে থাকলে আমাদের মনের মধ্যে ধর্মীয় অনুভুতিকে অনেক আঘাত হানে, এমনিতেই বিদ্যুতের অভাবে অন্ধকারছন্ন অবস্থায় পরে আছি। তাই আপনার নিকট আমাদের আকুল আবেদন উক্ত মন্দির ঘরটি পুর্ন সংস্কারের জন্য আপনার সহযোগিতার সদয় দৃষ্টি কামনা করছি।

নিবেদক

আটিয়াবাড়ী কোটপাড় শ্বশ্নান কালী মন্দিরের কমিটির পক্ষ থেকে।

(সত্যেন্দ্রনাথ রায়)
ডোমার, নীলফামারী।