Ambassador

No ambassador found for this MP

Apply to represent him

View Question 68379 views

Subject : বিষয়: আর্থিক সাহায্যের জন্য আবেদন।

Avatar

Written By : rana isalam

বরাবর
এম.পি মহোদয়
বিষয়: আর্থিক সাহায্যের জন্য আবেদন।
জনার,
আমি আপনার এলাকার এক জন নাগরিক। আমি জনতা কলেজ হতে ২০১৭ সালে HSC পরিক্ষা দিয়েছি।আশা করি, আমি A+ পাব।কিন্তু আমার ইচ্ছা আমি ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ব। কিন্তু ঢাকাতে এসে কোচিং এ ভর্তি হতে ১৫,০০০/ টাকা লাগবে।
কিন্ত যা আমার পরিবারের যা বহন করা সম্ভব না।
তাই মহোদয় আপনি যদি আমার ভর্তির ব্যবস্থা করতে আমি চির বার্ধিত থাকবো।

ধন্যবাদ
আপনাকে।