Ambassador

No ambassador found for this MP

Apply to represent him

View Question 2470 views

Subject : সরকারি অনুদান থেকে দারিদ্র্যতার করালগ্রাসে আবদ্ধ অসহায়, দুস্থ ও গরীব-দুঃখি মানুষের দারিদ্রসীমার নিচ থেকে ক্রমশ উন্নতিকরণ প্রসঙ্গে।

Avatar

Written By : M H MURAD

মাননীয় এম.পি মহোদয়, আমার সালাম নিবেন। আশাকরি মহান আল্লাহ্তায়ালার অশেষ রহমতে ভালো আছেন। আপনাকে অসংখ্য ধনবাদ জানাই ইতিপূর্বে আমার এক প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দেয়ার জন্য। আপনি নিশ্চয় অবগত আছেন, আপনার নির্বাচনী এলাকা নীলফামারী-১ (ডোমার-ডিমলা) এর প্রায় ৩০-৪০% মানুষ এখনো দারিদ্রসীমার নিচে খুবেই কষ্টে অর্ধাহারে, অনাহারে দিনযাপন করে। যাদের দারিদ্র্যতা বিমোচনে বর্তমান আওয়ামীলীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনদরদী শেখ হাসিনার অবদান অসামান্য। যার ফলে আমাদের বাংলাদেশ থেকে দিনদিন দারিদ্রতা নামক ভয়ঙ্কর শব্দটি মুছে যাচ্ছে। যদিওবা সেটা গ্রামের নেতা মাতাব্বরের কিছুটা ক্ষমতার অপব্যবহারে ব্যতিক্রম হচ্ছে। তাই আমি আপনার কাছে বিনীত অনুরোধ জনাই সরকারি অনুদান থেকে দারিদ্র্যতার করালগ্রাসে আবদ্ধ অসহায়, দুস্থ ও গরীব-দুঃখি মানুষের দারিদ্রসীমার নিচ থেকে ক্রমশ উন্নতিকরণে আপনার সহস্তে গৃহিত প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য।

আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায়...

এম.এইচ. মুরাদ বিবিএ অনার্স (ফিন্যান্স এন্ড ব্যাংকিং) ৪র্থ বর্ষে অধ্যয়নরত।