Ambassador

No ambassador found for this MP

Apply to represent him

View Question 2370 views

Subject : বিষয়:: ডিমলা হাসপাতাল কে আধুনিক হাসপাতাল রুপান্তর প্রসঙ্গে।

Avatar

Written By : siddik khan

বরাবর
মাননীয় সাংসদ সদস্য
নীলফামারী ০১
বিষয়:: ডিমলা হাসপাতাল কে আধুনিক হাসপাতাল রুপান্তর প্রসঙ্গে।
জনাব
আসসালামুলাইকুম। আমি সিদ্দিক খান ডিমলা উপজেলার এক জন নাগরিক। কিছু দিন আগে আমার আম্মা ডিমলা মেডিকেল এ প্রপার সেবা না পাওয়ায় রংপুর মেডিকাল কলেজ এ নিয়ে যেতে হয় যার ফলে গরিব পরিবারের অনেক আর্থিক ক্ষতি হয়।
মহাদয় আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে --আপনার শাষণ আমলে কি ডিমলা কে আধুনিক হাসপাতালে রুপান্তন করা সম্ভব?????
নিবেদক
সিদ্দিক খান