Ambassador

No ambassador found for this MP

Apply to represent him

View Question 2174 views

Subject : ডিমলাবাসী বৈদ্যুতিক দূরাবস্থা ( লোডশেডিং ) থেকে মুক্তি চায় ।

Avatar

Written By : Momen Islam

ডিমলাবাসী বৈদ্যুতিক দূরাবস্থা ( লোডশেডিং ) থেকে মুক্তি চায় ।


মাননীয় সংসদ সদস্য মহোদয়,

প্রথমে আমার সালাম গ্রহন করবেন। আশা করি ভাল আছেন। আমি মোঃ মোমেন ইসলাম , আমি রাজশাহী সরকারি কলেজের শেষ বর্ষের ছাত্র । আপনাকে অনেক ধন্যবাদ জানাই, আপনার নেতৃত্বে ডিমলা উন্নয়ন অব্যাহত আছে।

মাননীয় সংসদ সদস্য মহোদয়, আপনি নিজেও লক্ষ্য করবেন যে, গত তিন মাস যাবত আমাদের ডিমলা বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা খুবই খারাপ। পুরো চব্বিশ ঘন্টায় মাত্র ৭-৮ ঘন্টা বিদ্যুৎ থাকে তাও আবার ১ ঘন্টা পর পর দীর্ঘ সময়ের লোডশেডিং। প্রচন্ড গরমে জনগনের স্বাভাবিক জীবনযাপন বিপন্ন হয়ে পড়েছে। কৃষকের ফসলের ক্ষতি হচ্ছে।

মহোদয়ের নিকট বিনীত অনুরোধ, ডিমলা কে পূর্বের মতো লোডশেডিং মুক্ত করে সার্বিক উন্নয়নের মাধ্যমে দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা র ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

বিনীত,

আপনার বিশ্বস্ত

মো:মোমেন ইসলাম।