Ambassador

No ambassador found for this MP

Apply to represent him

View Question 2659 views

Subject : ডোমার উপজেলা পরিষদের ২০০ গজ দূরে জনবহুল স্থানে লাইসেন্স প্রাপ্ত দেশী মদের দোকানের লাইসেন্স বাতিল প্রসঙ্গে

Avatar

Written By : farukhosen

বরাবর
মাননীয় সাংসদ
নীলফামারী -০১

ডোমার- ডিমলার গনমানুষের প্রানপ্রিয় নেতা, মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব আফতাব উদ্দিন সরকার মহোদয় আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি।

ডোমার উপজেলা পরিষদের ২০০ গজ দূরে জনবহুল স্থানে লাইসেন্স প্রাপ্ত দেশী মদের দোকান রয়েছে। তরুন প্রজন্ম হাতের কাছে নেশাজাতীয় দ্রব্য পেয়ে নেশাগ্রস্থ হয়ে ধবংসের দিকে যাচ্ছে। এরুপ লাইসেন্স প্রাপ্ত মদের দোকান বহাল রেখে মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব নয়।

তাই এটার লাইসেন্স বাতিল করা হোক নতুবা জনবসতিহীন নির্জন কোন স্থানে এটাকে সরিয়ে দেয়া হোক।

নিবেদক
মোঃ ফারুক