Ambassador

No ambassador found for this MP

Apply to represent him

View Question 3626 views

Subject : ব্রিজ নির্মাণ এর জন্য আকুল আবেদন।

Avatar

Written By : Foyes islam

 

স্যার, আমার সালাম গ্রহন করবেন।আশা করি ভাল আছেন। আপনি হয়তো জানে যে, নাউতাড়া ব্রিজ ভেঙ্গে যাওয়ায় জনসাধারণের অনেক অসুবিধা হচ্ছে।
লোকজন বাঁসের ব্রিজ ব্যবহার করছে যেখানে শুধু মাত্র মানুষ পারাপার হওয়া টা অনেক কষ্টের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
আপনার কাছে সবিনয় জানতে চাই- কবে নাগাদ নাউতাড়া ব্রিজ টি তৈরী হবে???

নিবেদক

ফয়েজ ইসলাম
নাউতাড়া
ডিমলা-নীলফামারী।