View Question 1303 views

Subject : ব্রিজ পুন:নির্মাণ ও আর্থিক সহায়তার আবেদন।

Avatar

Written By : Tamal Mondal

বরাবর

এম.পি মহোদয়

বিষয়: ব্রিজ পুন:নির্মাণ ও আর্থিক সহায়তার জন্য আবেদন।

মহাশয়া,

যথা বিহিত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন, আমি 4 নং কৈলাশগঞ্জ ইউনিয়নের সুচিন্তিত নাগরিক। আমার 1নং ওয়ার্ড এর মহেন্দ্র সড়কের পূর্ব মুখে যাহা কৈলাশগঞ্জ বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের সংযোগ ব্রিজটি ভাঙ্গিয়া যাওয়াই কোমল প্রান ছাত্র-ছাত্রী, শিক্ষক মন্ডলি, এলাকাবাসী যাতায়াত এর বিঘ্ন ঘটছে।

অতএব মহাশয়া যাহাতে ব্রিজটি পুননির্মাণের ব্যবস্হা গ্রহনে মর্জি হয়।

বিনীত

এলাকাবাসীর পক্ষে 

তমাল মন্ডল