Ambassador

No ambassador found for this MP

Apply to represent him

View Question 1828 views

Subject : বিষয়: ডাকঘর নির্মান প্রসঙ্গে।

Avatar

Written By : Animesh Biswas Liton

তারিখ:২৩.০৩.২০১৭

বরাবর,

মাননীয় সাংসদ মহোদ্বয়,

মাগুরা-১, বাংলাদেশ জাতীয় সংসদ,

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ।

 বিষয়: ডাকঘর নির্মান প্রসঙ্গে।

জনাব,

বিনীত নিবেদন এই যে, মাগুরা জেলার শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের চন্ডীবর একটি উন্নয়নশীল, বৃহৎ গ্রাম। বর্তমানে প্রযুক্তিখাতে অনেক উন্নতি হলেও সরকারি বেশিরভাগ চিঠিপত্র ডাকঘরের মাধ্যমে আদান প্রদান হয়। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আমাদের কাছাকাছি কোন ডাকঘর নেই। কিছু দূরে থাকলেও তা আমাদের কোন কাজে আসে না। এমতাবস্থায় আমাদের গ্রামে একটি ডাকঘর জরুরী হয়ে পড়েছে।

অতএব, জনাবের নিকট আবেদন, গ্রামে একটি ডাকঘর স্থাপনের ব্যবস্থা করে দিয়ে গ্রাম তথা এলাকার উন্নয়নে সহায়তা করে বাধিত করবেন।

বিনীত

অনিমেষ বিশ্বাস লিটন

চন্ডীবর, শ্রীপুর, মাগুরা।