View Question 1839 views

Subject : বিদ্যুৎ সমস্যার সমাধান প্রসঙ্গে।

Avatar

Written By : Teheraf Ibne Hasan

বরাবর মাননীয় এমপি মহোদয়

আমি আপনার নির্বাচনি এলাকা লালমনিরহাট-১, হাতিবান্ধা-পাটগ্রামের উপজেলার একজন স্থায়ী বাসিন্দা। মহোদয় আপনি অবগত আছেন যে, আপনার নির্বাচনি এলাকার মানুষ দির্ঘদিন যাবৎ বিদ্যুৎ লোডসিডিং সমস্যায় অতিষ্ট প্রায়, আপনি যেনে অবাক হবেন মাসের ৩০ দিনের মধ্যে গড় অনুপাতে ১০ দিন ঠিকমত বিদ্যুত পায় না। এ সমস্যা থেকে উৎক্ষেপনের জন্য অনেক বার জাতীয় পত্রিকা সহ স্থানীয় অনেক পত্রিকায় নিউজ হয়েছিলো কিন্তু তাতে কোন সমাধান হয়নি। এখন মাননীয় এমপি মহোদয়ের কাছে আমার প্রশ্ন "আপনার নির্বাচনি এলাকার মানুষ কবে নাগাদ বিদ্যুতিক লোডসিডিং সমস্যা থেকে মুক্তি পাবে?

ধন্যবাদ আপনাকে আপনার সুস্বাস্থ্য ও দির্ঘায়ু কামনা করি।