Ambassador

No ambassador found for this MP

Apply to represent him

View Question 1819 views

Subject : আমাদের গ্রামে পানীয় পানির সমস্যা খুবই প্রকট

Avatar

Written By : Ripon Halder

শ্রদ্ধেয় এমপি মহোদয় সালাম জানবেন। আমি মোংলা উপজেলার কানাইনগর গ্রাম থেকে বলছি। আমাদের গ্রামে পানীয় পানির সমস্যা খুবই প্রকট, যার প্রভাব ইতিমধ্যেই মানুষের উপর পড়তে শুরু করেছে সম্প্রতি এলাকার একমাত্র পানীয় পানির পুকুর থেকে পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছিল যা বর্তমানে কোনো অজ্ঞাতকারনে বন্ধ। তাই আপনার কাছে আকুল আবেদন আসন্ন গরমের আগে উক্ত এলাকার পানির সমস্যা সমাধানে কতৃপক্ষকে নির্দেশ দিলে কৃতজ্ঞ থাকবো।