Ambassador

No ambassador found for this MP

Apply to represent him

View Question 2150 views

Subject : শরনখোলা থানার রাজাপুর বাজারে বিদ্যুতায়ন সংক্রান্ত।

Avatar

Written By : MD. Badiuzzaman Sohag

স্যার, সালাম গ্রহন করবেন।

আপনি প্রথম আমাদের এমপি হয়েছিলেন ১৯৯৬ সালের ইলেকশনে, তখন আমি ক্লাস ৫ এ পড়ি। তখন থেকে শরনখোলা থানার রাজাপুর বাজারে বিদ্যুতায়ন ছিল আমাদের চাওয়া। এখন ২০১৬ সালে দীর্ঘ ১০ বছর পরে রাজাপুর বাজারে বিদ্যুতের ঘুটি, তার সব কিছু টানা হয়ে গেলেও গত ৩-৪ মাস ধরে কোন এক অজানা জটিলতায় সংযোগ দেয়া হচ্ছে না।

মাননীয় এমপি আপনাকে অনুরোধ করব, আমাদের বাজারে বিদ্যুৎ সংযোগ যাতে খুব দ্রুত হয় সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবেন।

বিনীত,