View Question 3213 views

Subject : সোনাডাঙ্গা বাস টার্মিনাল এর আধুনিকায়ন প্রসঙ্গে

Avatar

Written By : Nasrin Sultana

খুলনা বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ সোনাডাঙ্গা বাস টার্মিনাল এর আধুনিকায়ন করার কোন পরিকল্পনা আছে কিনা? দীর্ঘদিন যাবৎ বাস টার্মিনাল এর কোন সংস্কার না হওয়ায় ঢাকাগামী পরিবহন শহরের রয়েল মোড় ও শিববাড়ী মোড় ব্যবহার করে যা যানজটের অন্যতম কারণ।এবং শহরে সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়।সুতরাং বাস টার্মিনাল এর আধুনিকায়ন অত্যন্ত জরুরী।