View Question 2219 views

Subject : অনুপোযোগী সড়ক ব্যবস্থা

Avatar

Written By : Sk Monirul Islam

প্রথমে আমার সালাম নিবেন,

 আমি সাতক্ষীরায় বসবাসকারী একজন । আমাদের সাতক্ষীরার সবথেকে প্রধান প্রধান সড়কগুলোর অবস্থা খুবই খারাপ।  বিশেষ করে ওয়াপদা রোড, চায়না বাংলার সামনের রোড এগুলোর অবস্থা খুবই খারাপ, একপ্রকার চলাচলের জন্য ঝুকিপূর্ন, ্ এছাড়াও গ্রীষ্মকালে ধুলাবালি, আর বর্ষাকালে পানি জমে থাকে। 

 রাস্তার উন্নয়ন নিয়ে কিছু কী বলবেন অনুগ্রহ করে।