View Question 1839 views

Subject : সাতক্ষীরার মাদকের আড্ডাখানা এখন নয়ণাভিরাম ইকোপার্ক

Avatar

Written By : AmarMP Admin

মাননীয় এমপি

শুভেচ্ছা নিবেন।

কিছু‌দিন আ‌গেও যেখা‌নে ছিল মাদক দ্র‌ব্যের ছড়াছ‌ড়ি সেখা‌নে গ‌ড়ে তোলা হ‌য়ে‌ছে নয়‌ভিরাম ই‌কোপার্ক। এটা সাতক্ষীরা জেলার পাট‌কেলঘাটা বাজার সংলগ্ন ক‌পোতাক্ষ ন‌দের তীরে অব‌স্থিত। প্রায় আঁধা কি‌লো‌মিটার এলাকা জু‌ড়ে গ‌ড়ে তোলা হ‌য়ে‌ছে এই ইকোল‌জিক্যাল পার্ক‌টি। সকলেরঐকা‌ন্তিক প্রচেষ্টায় এই পার্ক‌টি স্থাপন করা হ‌য়ে‌ছে। এই পার্ক‌টির নাম দেওয়া হ‌য়ে‌ছে ক‌পোতাক্ষ নী‌লিমা ই‌কোপার্ক।

সৌন্দর্যমণ্ডিত এই ভিডিও টি আমার এম পির একজন ভলান্টিয়ার এর ক্যমেরায় গত ২৫ মে ২০১৯ দুপুর ২ টায় ক্যমেরা বন্দী হয়। 

ব্যতিক্রম এই উদ্যোগ টি সফল করার জন্য সাতক্ষীরা ১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মুস্তফা লুৎফুল্লাহ কে আমার এম পির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন।

বিনীত

আমারএমপি