View Question 3492 views
Subject : ১০টি উন্নয়ণমূলক কাজ ও আগামী ২ বছরের উন্নয়ণ কর্মসূচী প্রসংগে!
Written By : AmarMP Admin
১০টি উন্নয়ণমূলক কাজ ও আগামী ২ বছরের উন্নয়ণ কর্মসূচী প্রসংগে!
মাননীয় এমপি মহোদয়
আমারএমপি ডট কমের পক্ষ থেকে শুভেচ্ছা নিন। আমরা আপনার সংসদীয় এলাকার জনগনের পক্ষ থেকে আপনার মাধ্যমে ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এরকম ১০টি উন্নয়ণমূলক কাজ এবং আপনার আগামী ২ বছরের উন্নয়ণ কর্মসূচী প্রসংগে জানতে চাই।
বিনীত,
আমার এমপি ডট কম কর্তৃপক্ষ
Written By : Mir Mushtaque Ahmed Robi -মীর মোস্তাক আহমেদ রবি
আমার এমপি ডট কমের মাধ্যমে ধারাবাহিকভাবে সকল সংসদ সদস্যদের কাছে তাঁদের বিগত বছরগুলোতে করা উন্নয়নমূলক কর্মকান্ড সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে। একই সাথে জানতে চাওয়া হচ্ছে আগামী দুই বছরে তাঁদের পরিকল্পনা সম্পর্কেও।এর জবাবে সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য মীর মুশতাক আহমেদ রবি জানালেন তাঁর করা উন্নয়নমূলক কাজের কথা।
আমার এমপি ডট কম কর্তৃপক্ষের করা দ্বিতীয় প্রশ্ন, আগামী দুই বছরের পরিকল্পনার কথাও জানালেন এমপি মীর মুশতাক আহমেদ।
এমপি মীর মুশতাক আহমেদ রবির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার এমপি ডট কমের এম্বাসেডর মোঃ আব্দুর রহমান।