View Question 6084 views

Subject : বর্তমানে সাতক্ষীরার রাস্তা মেরামত প্রসঙ্গে

Avatar

Written By : G.M Jakir Hossain ( journalist )

তারিখ:২৩.০৩.২০১৭

বরাবর,

মাননীয় সাংসদ মহোদ্বয়,

মাননীয় সংসদ সদস্য প্রথমে সালাম নিবেন। আমি মোঃ নাজমুল শাহাদাৎ (জাকির)। আমার বাসা সদর উপজেলার শিবপুর ইউনিয়নে। আমি দৈনিক কালেরচিত্র পত্রিকার শিবপুর প্রতিনিধি ও ভয়েস অব সাতক্ষীরার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত। মাননীয় সংসদ সদস্য, বর্তমানে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু সাতক্ষীরা বাসীর ধারনা সাতক্ষীরাবাসী যেনো আরো পিছিয়ে যাচ্ছে বা উন্নয়নের যাত্রা থেকে বঞ্চিত হচ্ছে । হ্যা এটা সত্যে আমাদের (সাতক্ষীরায়) উন্নতমানের হাসপাতাল, মেডিকেল কলেজ সহ গুরুত্বপূর্ণ অনেক কিছু স্থাপিত হয়েছে সাতক্ষীরা সদর উপজেলায়। কিন্তু স্থাপিত হাসপাতাল, মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাতক্ষীরা বাসী। কেননা সাতক্ষীরার যাতায়াতের রাস্তা এতো খারাপ হয়ে গেছে যে, সাধারন মানুষ তার প্রাপ্ত সেবাটি নিতে সাতক্ষীরায় সদর হাসপাতালে যেতে চাই না, সুস্থ মানুষও যদি উক্ত রাস্তাদিয়ে চলাচল করে তাহলে সে অসুস্থ হয়ে ঘরে ফিরছে। অসুস্থ মানুষগুলো যদি হাসপাতালে যায় তাহলে সে রাস্তা খারাপের ফলে আরো গুরুতর অসুস্থ হয়ে পড়ছে। রাস্তা খারাপ থাকার কারনে প্রতিনিয়ত সাতক্ষীরায় সড়ক দূর্ঘটনা ঘটে চলেছে এমনকি এর ফলে পথযাত্রিরা মারা যাচ্ছে। হালকা বৃষ্টিতে রাস্তাগুলো নদী হয়ে যাচ্ছে রাস্তার বিভিন্ন জায়গাই গর্তে পানি জমাট বেধে। যেটি সাতক্ষীরার দৈনিক পত্রিকাগুলো লক্ষ করলে দেখা যায়। তাছাড়া সাতক্ষীরার স্থানীয় পত্রিকাগুলো তাদের পত্রিকার সংবাদে সর্বোচ্চ গুরুত্ব সহকারে সাতক্ষীরার রাস্তা মেরামত করার দাবি জানান। কিন্তু আফছোসের বিষয় এখনো পর্যস্ত সাতক্ষীরাবাসি জানে না কবে তাদের প্রাণের শহর সাতক্ষীরার রাস্তাগুলো মেরামত হবে, আর একারনে সর্বোচ্চ গুরুত্ব সহকারে সাতক্ষীরা স্থানীয় পত্রিকায় 'কখনো ধূলাবালির শহর সাতক্ষীরা / কাদামাটির শহর সাতক্ষীরা' হিসেবে সংবাদ গুলো প্রকাশিত করছে। পত্রিকাগুলোর এই সংবাদ পড়লে সাধারন জনগন এখন মজা পাই। কেননা, সাতক্ষীরায় আছে ভোমড়া বর্ডার। যার মাধ্যমে সরকার কোটিকোটি টাকা দৈনিক ইনকাম করছে। কিন্তু সাতক্ষীরার রাস্তাগুলো এখনো পর্যন্ত মেরামত হচ্ছে না। আজ অন্যসব জেলাগুলো লক্ষ করলে দেখা যায় সেসব জেলার রাস্তাগুলো কত উন্নতমানের। সেই রাস্তাগুলোর তুলনাই সাতক্ষীরার রাস্তাগুলো তুচ্ছ মাত্র। তাছাড়া সামনে জাতীয় নির্বাচন। যদি এখন থেকে রাস্তামেরামতের ব্যাপারে নজর না দেওয়া হয় তাহলে তার প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে বলে মনে করেন রাজনীতি বিদ সহ সুশীল সমাজের ব্যক্তিবর্গগণ। এজন্য মাননীয় সংসদের কাছে জানতে চাচ্ছি সাতক্ষীরার রাস্তাগুলো মেরামতের ব্যাপারে কোন পরিকল্পনা/ উদ্যোগ গ্রহন করা হয়ছে কিনা এখনো পর্যন্ত?

Best Regards

G.M Jakir Hossain ( journalist )

 

Avatar

Written By : Mir Mushtaque Ahmed Robi -মীর মোস্তাক আহমেদ রবি

Public

বর্তমানে রাস্তা মেরামত সম্পর্কে প্রশ্ন করার জন্য নাজমুল শাহাদাৎ (জাকির) কে অসংখ্যা ধন্যবাদ। আপনি নিশ্চয় অবগত আছেন যে আমার এমপি ডট কমে ইতিমধ্যে আমি রাস্তাঘাটের সংস্কার সম্পর্কে একটি উত্তর দিয়েছি। এছাড়াও সরেজমিনে পরিদর্শন করে কয়েকটি প্রশ্নের উত্তর ভিডিও বার্তার মাধ্যমে প্রদান করেছি। আমি নিজেও আমার সংসদীয় এলাকার রাস্তাঘাটে এমনটি প্রত্যন্ত অঞ্চলে চলাচল করি। গত ৩০ মার্চ সাতক্ষীরা শহর বাইপাস সড়কের কাজের উদ্বোধন করেছি। এতে মানুষের দুর্ভোগ অনেক কমে আসবে। বাইপাস সড়কে পিচের রাস্তা হবে ২৪ ফিট এবং ইটের সলিং হবে ৫/৫ ফিট। আগামী ২০১৮ সালের জুন মাসের মধ্যে এ কাজ শেষ হবে। শহরকে যানজনমুক্ত করতে ৩১ মার্চ শহরের অদুরে একটি ট্রাক টার্মিনাল উদ্বোধন করেছি। এছাড়া সদর হাসপাতালের সামনে থেকে বাস টার্মিনালটি স্থানান্তর করা হবে। যাতে শহরবাসী শান্তিপূর্নভাবে বসবাস করতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের অবকাঠামো উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন করে চলেছি। শহরের যে মুল রাস্তাটির জন্য জনগণ প্রচন্ডভাবে  ভোগান্তি পোহাচ্ছে আগামী ১ সপ্তাহের মধ্যে এ কাজের টেন্ডার সম্পন্ন করা হবে। জনগনের সাথে আমাদের সেতুবন্ধনে amarmp.COM একটি অতি গুরুত্বপূর্ণ উদ্যোগ বলে আমি মনে করি।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

মীর মোস্তাক আহমেদ রবি, জাতীয় সংসদ সদস্য

সাতক্ষীরা ০২।