View Question 3502 views
Subject : মাদক নিরাময় কেন্দ্র স্থাপন ও মাদক নির্মূলে কি পদক্ষেপ নিবেন?
Written By : Md Shoriful Islam
মাননীয় এমপি মহোদয়,
আমার সালাম নিবেন। আমি মো. শরিফুল ইসলাম। সাতক্ষীরা পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা। সাতক্ষীরা জেলাটি সীমান্তবর্তী এলাকায় হওয়ায় প্রতিনিয়ত এ জেলায় মাদকের ভয়াবহতা বৃদ্ধি পাচ্ছে। স্থানীয় প্রভাবশালী ব্যক্তিবর্গ এই মাদক সেবন ও বিক্রির সাথে জড়িত জানা যায়। প্রতিনিয়ত স্থানীয় পত্রিকাগুলোতে আমরা দেখতে পাই, “ভ্রাম্যমান আদালতে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের সাঁজা” প্রদান করা হচ্ছে। এর পরেও সাতক্ষীরা পৌররভাসহ বিভিন্ন ইউনিয়নে মাদকের ছড়াছড়ি লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থীরা এবং তথা যুব সমাজ মাদকাসক্ত হয়ে পড়ছে। আমরা সাতক্ষীরাবাসী এ জেলাকে মাদকমুক্ত জেলা হিসেবে দেখতে চাই। আপনি আপনার সংসদীয় এলাকা সাতক্ষীরা ০২ আসনে মাদক নিরাময় কেন্দ্র স্থাপন ও মাদক নির্মূলে কি পদক্ষেপ নিবেন?
Best Regards
Written By : Mir Mushtaque Ahmed Robi -মীর মোস্তাক আহমেদ রবি
আমার এমপি ডটকম’এ নাগরিকের প্রশ্নের উত্তর দিলেন এমপি মীর মোস্তাক আহমেদ রবি। সাতক্ষীরার মো. শরিফুল ইসলামের করা এক প্রশ্নের জবাবে সাতক্ষীরায় মাদক নিরাময় কেন্দ্র স্থাপন ও মাদক নির্মূলে কি পদক্ষেপ নিবেন তা জানালেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য মোস্তাক আহমেদ রবি। শনিবার সকালে শহরের বেসরকারি দুটি মাদক নিরাময় কেন্দ্র ‘আবর্তন’ ও ‘আদর’ পরিদর্শন করে তিনি ভিডিও বার্তার মাধ্যমে উত্তর প্রদান করেন।
এমপি মোস্তাক আহমেদ রবির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার এমপি ডট কমের এ্যাম্বাসেডর মোঃ আব্দুর রহমান।