View Question 4262 views

Subject : সাতক্ষীরা নিউ মার্কেটটি ভেঙ্গে নতুনভাবে একটি আধুনিক নিউ মার্কেট হিসেবে গড়ে তোলার আহবান।

Avatar

Written By : Mhafezul islam Akkaj

মাননীয় সংসদ সদস্য। সাতক্ষীরাবাসীর পক্ষ থেকে আপনাকে সালাম ও শুভেচ্ছা। আমি মো. মাহফিজুল ইসলাম আপনার সংসদীয় এলাকার একজন নাগরিক। আমরা ইতিমধ্যে অত্র এলাকায় আপনার বিভিন্ন উন্নয়নমূলক কাজের চিত্র দেখেছি। সাতক্ষীরাবাসীর পক্ষে আমার প্রশ্ন হলো : সাতক্ষীরা পৌরসভার মালিকানাধীন নিউ মার্কেট ভবনটি জনস্বার্থে অত্যান্ত ঝুকিপূর্ণ হওয়ায় পরিত্যক্ত (কনডেম্ড) ঘোষণা করা হয়েছে। এমতাবস্থায় আমরা চাই, সাতক্ষীরা নিউ মার্কেটটি একটি আধুনিক নিউ মার্কেটে পরিণত হোক। আমরা দেখেছি, বিভিন্ন জেলার নিউ মার্কেটগুলো অত্যন্ত আধুনিক এবং জাঁকজমকপূর্ণ। বর্তমানে সাতক্ষীরার প্রাণ কেন্দ্রে অবস্থি নিউ মার্কেটটি ভেঙ্গে নতুনভাবে একটি আধুনিক নিউ মার্কেট হিসেবে রুপ দিতে আপনার একান্ত সহযোগিতা কামনা করছে সাতক্ষীরাবাসী। এ ব্যাপারে আপনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে নেক মর্জি হয়।

মাহফিজুল ইসলাম, সাতক্ষীরা।


Avatar

Written By : Mir Mushtaque Ahmed Robi -মীর মোস্তাক আহমেদ রবি

Public

দ্রুত সময়ের মধ্যে সাতক্ষীরায় আধুনিক নিউ মার্কেট করা হবে বলে জানালেন এমপি রবি আমার এমপি ডটকম’এ নাগরিকের প্রশ্নের উত্তর দিলেন এমপি মীর মোস্তাক আহমেদ রবি। সাতক্ষীরার নাগরিক মাহফিজুল ইসলাম আককাজ এর করা এক প্রশ্নের জবাবে সাতক্ষীরা নিউ মার্কেটটি খুব দ্রুত ভেঙ্গে নতুনভাবে একটি আধুনিক নিউ মার্কেট গড়ে তোলা হবে বলে জানালেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এমপি মোস্তাক আহমেদের কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার এমপি ডট কমের এ্যাম্বাসেডর মোঃ আব্দুর রহমান।