View Question 3450 views
Subject : শহরে যত্রতত্র পার্কিং
Written By : Asaduzzaman Sardar
আসসালামু আলাইকুম
জনাব এমপি মহোদয়
সাতক্ষীরা শহরের ফুটপাতগুলো সব দখল হয়ে গেছে। প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নিলেও সেটা বেশী দিন স্থায়ী হচ্ছেনা। কিছু দিন পর সেই হকাররা পূর্বের জায়গায় ফিরে আসছে। এছাড়া সম্প্রতি লক্ষ্য করা গেছে শহরের যেখানে সেখানে পার্কিং করা হচ্ছে এতে করে ছোট বড় দুর্ঘটনা ঘটছে। এই বিষয়টি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। এই বিষয়ে আপনার কি পদক্ষেপ থাকছে।
Written By : Mir Mushtaque Ahmed Robi -মীর মোস্তাক আহমেদ রবি
শহরে যত্রতত্র পার্কিং ও যানযট নিরসনে কী ব্যবস্থা নেওয়া হবে তা জানালেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। সম্প্রতি সাতক্ষীরার এক নাগরিক আসাদুজ্জামান সরদারের করা এক প্রশ্নের জবাবে এমপি মোস্তাক আহমেদ জানান যানজন নিরসনের লক্ষে শহরের অদূরে একটি ট্রাক টার্মিনাল নির্মাণ করা হয়েছে এবং শহরের ফুটপাতগুলো দখদারদের হাত থেকে রক্ষা করতে সম্প্রতি জেলা আইন শৃংঙ্খলা কমিটির সভায় আলোচনা করা হয়। এছাড়াও পৌর দিঘীর পাশের অবৈধ দখলদার উচ্ছেদ, বাইপাস সড়ক নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান তিনি। এমপি মীর মোস্তাক আহমেদ রবির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সম্পন্ন করেছেন আমার এমপি ডট কমের এ্যাম্বাসেডর মো. আব্দুর রহমান।