View Question 2197 views

Subject : সাতক্ষীরা মেডিকেল কলেজ সম্পূর্ণ না হতেই দখল হয়ে গেছে ফুটপাত, এ ব্যাপারে আপনি কি পদক্ষেপ নিবেন?

Avatar

Written By : Unique Azmol

প্রিয় এম.পি মহেদয়,

আসসসালামু আলাইকুম।

আশা করি ভাল আছেন।

আমি সাতক্ষীরা মেডিকেল  কলেজের একজন ছাত্র।  আমার একটি আবেদন আপনার কাছে।

সাতক্ষীরা মেডিকেল কলেজ সম্পূর্ণ না হতেই দখল হয়ে গেছে ফুটপাত। সারি সারি চা এবং ভাজাপোড়ার দোকানে ভরপুর। সেখানে সর্বদা স্থানীয় বখাটে ছেলেদের আড্ডা চলে এবং ধূমপান, গাজা সেবনে মগ্ন থাকে। এই দোকানগুলোকে কেন্দ্র করে প্রায়ই গন্ডগোল, মারামারি লেগেই থাকে। এমতাবস্থায় মেডিকেল কলেজের চারপাশের পরিবেশ নোংরামিতে পরিণত হচ্ছে।সন্ধ্যায় এবং রাতে  আমাদের সবসময় হাসপাতালে ওয়ার্ড ক্লাস এবং নাইট ডিউটির জন্য চলাফেরা করা লাগে। এ জন্য আমাদের চলাফেরায় সর্বদা ব্যাঘাত ঘটে। এ বিষয়ে আপনার গৃহীত পদক্ষেপ খুবই জরুরী। অন্যথায় মেডিকেল কলেজের ভাবমূর্তী নস্ট হওয়ার পাশপাশি ছাত্রছাত্রীদের চলাফেরা অবস্থায় যে কোন সমস্যা ঘটে যেতে পারে। 

অতএব,আমি বিশ্বাস করি আপনি অভিযোগটি পাওয়ার সাথে সাথেই এ ব্যাপারে ব্যবস্থা নিবেন। 

ধন্যবাদ।