View Question 4186 views
Subject : রাস্তাঘাটের বেহাল দশা
Written By : Abdul Aziz
মাননীয় সাংসদ মহাদয়, আপনি কি কখনো খেয়াল করেছেন সাতক্ষীরার রাস্তাঘাটের কী বেহাল দশা ? যশোর থেকে সাতক্ষীরার যে প্রধান সড়কটি সেটি তো এখন চলাচলের একেবারই অনুযুক্ত হয়ে পড়েছে আর অভ্যন্তরীণ রাস্তার কথাতো বাদই দিলাম। আমরা কি এ জনদুর্ভোগ থেকে আদৌ কোন পরিত্রাণ পাবো ?
Written By : Mir Mushtaque Ahmed Robi -মীর মোস্তাক আহমেদ রবি
রাস্তাঘাটের বেহাল দশা নিয়ে প্রশ্ন করার জন্য জনাব আব্দুল আজিজকে ধন্যবাদ। আপনি নিশ্চয় অবগত আছেন, আমি সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ইতিমধ্যে আমার সংসদীয় এলাকার বিভিন্ন রাস্তা পাকাকরণ ও সংস্কারের কাজ অব্যাহত রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ মধ্যআয়ের দেশে উপনীত হচ্ছে। দেশের প্রত্যেক সেক্টরে চলছে উন্নয়নের মহাযজ্ঞ তার অন্যতম একটি বিভাগ হলো স্থানীয় সরকার বিভাগ। মাননীয় প্রধান মন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী গ্রামীণ অবকাঠামো উন্নয়নে দেশের প্রত্যেকটি গ্রামীণ কাচা রাস্তা, আদা-পাকা রাস্তা পাকাকরণের আওতায় নেওয়ার জন্য উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে। তবে, যশোর থেকে সাতক্ষীরার যে প্রধান সড়কটি কথা বলেছেন সেটি আমার নির্বাচনী এলাকার মধ্যে না হলেও আমি ইতিমধ্যে সরকারের বিভিন্ন মহলে এ ব্যাপারে কথা বলেছি। আমি আশাকরি অতি অল্প সময়ের মধ্যে এসব সমস্যার সমাধান লক্ষ্য করতে পারবেন। জনগনের সাথে আমাদের সেতুবন্ধনে amarmp.COM একটি অতি গুরুত্বপূর্ণ উদ্যোগ বলে আমি মনে করি।