View Question 2410 views

Subject : সাতক্ষীরা টু মুন্সিগঞ্জ। কি আর বলবো সড়কটির বেহাল দশা, দেখার কেউ নেই

Avatar

Written By : S M Murshid Alam

মাননীয় এমপি মহোদয়,

এস.এম জগলুল হায়দার ১০৮, সাতক্ষীরা-৪

শুভেচ্ছা নিবেন.. আমি আপনার নির্বাচনী এলাকা সাতক্ষীরা-৪ এর বাসিন্দা এস.এম মুর্শিদ আলম, পিতা: মোঃ আকবর আলী সরদার, গ্রাম: মুন্সিগঞ্জ, ধানখালী। আপনি নিশ্চয়ই অবগত আছেন সুন্দরবন বেষ্টিত আমাদের এই সাতক্ষীরা জেলা। প্রাকৃতিক নিদর্শন সুন্দরবনকে উপভোগ করার প্রধান সড়ক সাতক্ষীরা টু মুন্সিগঞ্জ। কি আর বলবো সড়কটির বেহাল দশা, দেখার কেউ নেই। আপনি সদ্য নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যানের সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিশ্রুতি দিয়েছিলেন আগামী বর্ষার মধ্যে সড়কটির কাজ সম্পন্ন হবে। কিন্তু তার কোন আভাস দেখতে পাচ্ছি না। আদৌ কি সড়কের কাজ হবে?

জানালে খুশি হবো।

Best Regards

S M Murshid Alam