View Question 2681 views
Subject : শ্যামনগরে একটি পাবলিক পরীক্ষা হল রুম করা যাবে কিনা?
Written By : Al Imran
মাননীয় সাংসদ জনাব এস এম জগলুল হায়দার মহোদয় ,শ্যামনগরে বিভিন্ন পরীক্ষার সময় সদরের অধিকাংশ স্কুল ,কলেজের ক্লাস বন্ধ থাকে বিধায় ছাত্র ছাত্রীদের লেখা পড়ায় ব্যপক বিঘœ ঘটে । সুতরাং শ্যামনগরে একটি পাবলিক পরীক্ষা হল রুম করা যাবে কিনা?
Written By : S.M. Jaglul Hayder -এস, এম, জগলুল হায়দার
আমার এমপি ডট কমের মাধ্যমে নাগরিকের প্রশ্নের উত্তর দিলেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। শ্যামনগর পৌরসভা বাস্তবায়ন, শ্যামনগরে সান্ধ্যকালীন বিনোদন কেন্দ্র ও পাবলিক পরীক্ষা হল স্থাপন সংক্রান্ত প্রশ্নগুলো করেন ঐ এলাকার আল এমরান। ভিডিও বার্তার মাধ্যমে এমপি জগলুল হায়দার প্রশ্নগুলোর জবাব দেন। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার এমপি ডট কমের এম্বাসেডর রেজওয়ানুল আজাদ নিপুন।