View Question 2753 views

Subject : শ্যামনগর সদরে সান্ধ্যকালীন কোন বিনোদন কেন্দ্র করা যাবে কিনা ?

Avatar

Written By : Al Imran


মাননীয় সাংসদ আপনার কর্ম দক্ষতার উপর ভিত্তি করেই আপনার কাছে আবেদনটি রাখছি। শ্যামনগর উপজেলাটি দেশের সর্ব বৃহৎ এবং সুন্দরের চাদরে মোড়ানো একটি মডেল উপজেলা ।আপনি এ উপজেলার মানুষের মনের কোঠায় স্থান পেয়ে জনগনের সেবায় কাজ করে যাচ্ছেন। মানুষের মৌলিক চাহিদা গুলির মধ্যে একটি মৌলিক চাহিদা বিনোদন।আপনি জানেন উপজেলা সদরে বিভিন্ন পেশাজীবি মানুষের বসবাস ।সারাদিন ক্লান্ত শ্রান্ত মানুষের সান্ধ্য কালীন বিনোদন বা অবসর কাটানোর জন্য কোন বিনোদন কেন্দ্র তৈরি করা যাবে কিনা?

Avatar

Written By : S.M. Jaglul Hayder -এস, এম, জগলুল হায়দার

Public

আমার এমপি ডট কমের মাধ্যমে নাগরিকের প্রশ্নের উত্তর দিলেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। শ্যামনগর পৌরসভা বাস্তবায়ন, শ্যামনগরে সান্ধ্যকালীন বিনোদন কেন্দ্র ও পাবলিক পরীক্ষা হল স্থাপন সংক্রান্ত প্রশ্নগুলো করেন ঐ এলাকার আল এমরান। ভিডিও বার্তার মাধ্যমে এমপি জগলুল হায়দার প্রশ্নগুলোর জবাব দেন। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার এমপি ডট কমের এম্বাসেডর রেজওয়ানুল আজাদ নিপুন।