View Question 4739 views

Subject : ভুরুলিয়া নাগবাটি মাধ্যমিক বিদ্যালয়ের আধুনিক গেট নির্মাণ ও আধুনিক বিজ্ঞানাগার নির্মাণের পরিকল্পনা আছে কিনা?

Avatar

Written By : Aminur Rahman

আমি ভুরুলিয়া নাগবাটি মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি।বিদ্যালয়ের মূল প্রবেশপথে একটি আধুনিক গেইট ও বিজ্ঞান শিক্ষার প্রসারে আধুনিক যুগোপযোগী বিজ্ঞানাগার আশু প্রয়োজন।এই অর্থ বছরে এই দুটি বিষয়ে অর্থ বরাদ্দ সম্ভব কিনা?

Avatar

Written By : S.M. Jaglul Hayder -এস, এম, জগলুল হায়দার

Public

প্রথমেই ধন্যবাদ দিতে চাই Amar MP এর উদ্যোক্তাদের।প্রশ্নকর্তাকে ধন্যবাদ।আমি শিক্ষা খাতের উন্নয়নকে অগ্রাধিকার দিতে চাই সবসময়।ভুরুলিয়া নাগবাটি স্কুলের গেইট ও আধুনিক বিজ্ঞানাগার নির্মাণের জন্য এই অর্থ বছরেই বরাদ্দ প্রদান করা হবে।আমি শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে দূর্বার যাত্রায় আমার এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে বৈপ্লবিক পরিবর্তন সাধন করেছি।অবশিষ্ট সময়েও আমার দৃঢ় প্রচেষ্টা থাকবে অবহেলিত এই জনপদকে আধুনিকতার ছোঁয়া দিতে।ধন্যবাদ সবাইকে।