View Question 2350 views

Subject : বর্তমান যুব সমাজকে মাদক থেকে মুক্ত করতে আপনি কি পদক্ষেপ নিবেন?

Avatar

Written By : Bosudeb Kumar Mondal

মাননীয় এমপি মহোদয়

আমার নমষ্কার নিবেন। আমি বসুদেব কুমার মণ্ডল। আশাশুনি থানার ১১ নং কাদাকাটি ইউনিয়নের ৫নং ওয়ার্ড যদুয়ার ডাংঙ্গা গ্রামের একজন বাসীন্দা। আমি সাতক্ষীরা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের একজন ছাত্র। আমার ইউনিয়নে মাদক সেবন ও তা বিক্রির প্রবনতা বেড়ে গেছেে। এতে এলাকার যুব সমাজ দ্রুত মাদকে আসক্ত হয়ে পড়ছে। এমনকি তারা নানা রকম অপ্রতিকর ঘটনা ঘটাচ্ছে। এছাড়া ও আমাদের আশেপাশের বিভিন্ন ইউনিয়নে মাদকের ছড়াছড়ি লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থীরা এবং তথা যুব সমাজ মাদকাসক্ত হয়ে পড়ছে। আমরা আমাদের উপজেলা তথা আমাদের ইউনিয়নকে মাদকমুক্ত হিসেবে দেখতে চাই।

আপনি আপনার সংসদীয় এলাকা সাতক্ষীরা ০৩ আসনের বর্তমান যুব সমাজকে মাদক থেকে মুক্ত করতে কি পদক্ষেপ নিবেন?

বিনীত,

বসুদেব কুমার মন্ডল